Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পিডিবিএফ-এর বর্তমান সরকারের আমলে উল্লেখযোগ্য অগ্রগতি সমূহ

পল্লীর দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং নারী পুরুষের সমতায়নের লক্ষ্যে পিডিবিএফ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি সংবিধিবদ্ধ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। সরকার এবং কানাডিয়ান সিডা কর্তৃক পরিচালিত একটি প্রকল্প ১৯৯৯ সালের নভেম্বর মাসে জাতীয় সংসদে গৃহীত আইনের মাধ্যমে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) নামে প্রতিষ্ঠিত হয়। বিগত ২০০০ সাল থেকে কার্যক্রম শুরু করে বর্তমানে পিডিবিএফ সংশ্লষ্ট সকল সহকর্মী ও সুবিধাভোগীর সম্মিলিত প্রচেষ্টায় যুগোত্তীর্ণ সফল প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভে সমর্থ হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই পিডিবিএফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী  উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় দেশের দারিদ্র্য বিমোচনের জন্য একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসাবে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। পিডিবিএফ ক্ষুদ্র ঋণের মানবিকীকরণ ও অধিকতর বহুমূখীকরণের মাধ্যমে দেশের উন্নয়ন কর্মসূচির সমন্বয় অব্যাহত রেখেছে। বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম গ্রহণের মাধ্যমে দরিদ্র মানুষকে মানব মর্যাদায় প্রতিষ্ঠা করাই  পিডিবিএফ-এর মূল লক্ষ্য।